New Birth Certificate PSD file 2022 – English Version. এই ফালটি দ্বারা আপনি হাতের লেখা জন্ম নিবন্ধন গুলো অনলাইন করতে পারেন। তবে যেগুলো হাতের লেখা অনলাইনে আছে সেগুলোই এই পিএসডি ফাইলটি দিয়ে অনলাইন কপি বানাতে পারেন।
File Name: | New Birth Certificate PSD file 2022 – English Version |
Content Source: | |
Genre / Category: | Bangla PSD |
File Size : | 25MB |
Publisher: | PSD File BD |
Updated and Published: | March 31, 2022 |
কিভাবে ফাইলটি পাবেনঃ
- নিচের ডাউনলোড লিংক থেকে ফাইলিটি ডাউনলোড করুন।
- ডাউনলোড হয়ে গেলে ফাইলটি WinRAR দিয়ে Extract করুন।
- ফাইলটিতে Password দেওয়া আছে Password টি দিয়ে Extract করতে হবে।
- PSD ফাইলটি পেয়ে গেলে কাজ করার আগে নিচের ফ্রন্ট গুলো একটা একটা করে ইন্সটল করে ফেলুন।
নোটঃ ফাইলটি এডিট করতে গেলে ফ্রন্টে এর সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে ফ্রন্টগুলো ইন্সটল করে নিবেন।
উপরের ৩টি ফ্রন্ট ইন্সটল করে নিবেন তাহলে সবিকিছু কোনো প্রকার ঝামেলা ছাড়াই এডিট করা যাবে। ফ্রন্ট ইন্সটল ব্যতিত ফাইলটি এডিট করা যাবে না।
সতর্কতাঃ
আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমাদের জন্মনিবন্ধন সাটিফিকেট যদি ছিরে যায় বা কোন ভাবে নষ্ট হয়ে যায় সেটা মেরামত করার জন্য আমরা এই ফাইলটি শেয়ার করেছি। তাছারা অনলাইনে বিভিন্ন আবেদনের জন্য যেমন-মহিলা সংস্থায় আবেদন করার জন্যজন্মনিবন্ধন সাটিফিকেট লাগে। আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে নেয়া জন্মনিবন্ধন সাটিফিকেট এর সকল তথ্য সঠিক ভাবে দিয়ে এই ফাইলপি ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্য তৈরি করা হয়েছে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এর অপব্যবহার করলে ভিডিও নির্মাতা কোন ভাবেই দায়ী নয়। বি:দ্র: আপনার জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে থাকতে হবে, এটি কোনো খারাপ কাজে বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে বিপদে পরলে আমি কিংবা আমাদের ইউটিউব চ্যানেল দায়ী নয়।
File Password is: psdfilebd.com
দয়া করে ফাইল্টি ইমেইল করুন
jonmonibondo psd file er rar er password ta den
ফাইলটি আপডেট করা হয়েছে।
lot of tnx
lots of thanks